Saturday, 21 December 2013
Saturday, 7 December 2013
সাংবাদিক শেখ লাবণ্যের চিকিৎসার ব্যয় বহনে প্রধানমšúীর প্রতি আহ্বান
বিআরটিসি বাসের চাপায়
গুরুতর আহত
সাংবাদিক শেখ
লাভলী হক
লাবণ্যের চিকিৎসার
ব্যয়ভার বহনের
জন্য সাংবাদিক
নেতারা প্রধানমšúী শেখ
হাসিনার প্রতি
অনুরোধ জানিয়েছেন। এক্ষেত্রে
তারা তথ্যমšúী হাসানুল
হক ইনু
ও যোগাযোগমšúী ওবায়দুল
কাদেরের হস্টøক্ষেপ কামনা
করেছেন।
পাশাপাশি বেপরোয়া
গাড়ি চালনা
প্রতিরোধে একটি কঠোর আইন করতে
সরকারের প্রতি
আহ্বান জানান
সাংবাদিক নেতারা।
Tuesday, 1 October 2013
Winrock International’s Actions to Combat Trafficking-in-Persons (ACT) program
The
convention, convened 23 to 25 September, was made possible with the support of
USAID through the Winrock International’s Actions to Combat
Trafficking-in-Persons (ACT) program and its partner NGOs -DAM, YPSA, SHISUK,
SACHETAN.
Since
2008, the ACT program has been providing support to strengthen and expand
services for survivors of trafficking for a more comprehensive and effective
approach was made possible with the support of USAID through the Winrock
International’s Actions to Combat Trafficking-in-Persons (ACT) program and its
partner NGOs -DAM, YPSA, SHISUK, SACHETAN.
Wednesday, 18 September 2013
সাংবাদিক আবুল মনসুরের মৃত্যুতে ডিএসইসির শোক
ইংরেজি দৈনিক ‘নিউ এজ’ এর জ্যেষ্ঠ সহ-সম্পাদক ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্য সাংবাদিক আবুল মনসুরের মৃত্যুতে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি এনায়েত ফেরদৌস ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিঞা গভীর শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক আবুল মনসুর রাজধানীর একটি ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি....রাজেউন)। সাংবাদিক আবুল মনসুরকে তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনীজনিত সমস্যায় ভুগছিলেন। তিনি স্ত্রী ও একমাত্র কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ডিএসইসি নতুন কমিটির অভিষেক ও মেধাবী সন্তানদের বৃত্তিপ্রদান
ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও সংগঠন সদস্যদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠান ১৭ সেপ্টেম্বর, মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়নে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন আসাদুজ্জামান খান এমপি, কে কে গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাহারুন জামান, আরবি গ্রুপের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসইসি প্রেসিডেন্ট এনায়েত ফেরদৌস। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএসইসি সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিঞা, সাবেক সভাপতি কায়কোবাদ মিলন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক তানজিমুল নয়ন, কোষাধ্যক্ষ যোবায়ের আহমেদ নবীন, সাংগঠনিক সম্পাদক সানজিদা সুলতানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার নাজনীন সুলতানা, দফতর সম্পাদক এটিএম আতিকুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক একরামুল হক বিপ্লব, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মাসুদ রুমী, কার্যনির্বাহী সদস্য ইদ্রিস মাদ্রাজী, এনামুল হক, এমএ মান্নান মিয়া, নিগার সুলতানা তানিয়া, নজরুল ইসলাম বশির, শাহ মতিন টিপু, মো. অমিতাভ রহমান, শায়খুল হাসান মুকুল।
Saturday, 31 August 2013
হযরত ইউসুফ (আঃ) ও জুলেখা
হযরত ইউসুফ (আঃ) এর পিতা ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইয়াকুব (আঃ) এর স্ত্রীর পক্ষ হতে বার জন ছেলে ছিল। ইউসুফ (আঃ) ও তার ছোট ভাই বিনইয়ামীন ছিলেন একই মায়ের ওরসের। ছোটবেলাতেই হযরত ইউসুফ (আঃ), ইয়াকুব (আঃ) এর উপর নবুয়তের নূরের উজ্জ্বল আভা দেখতে পেয়েছিলেন। আবার ইউসুফ (আঃ) ও বিনইয়ামীনের মাতা তাদেরকে শিশু অবস্থায় রেখেই মারা যান। তাই ইয়াকুব (আঃ) এদের দুইভাইকে অন্যদের চেয়ে একটু বেশী আদর করতেন। তাই বড় ভাইয়েরা তাদের দুজনকেই হিংসা করতো।
Friday, 30 August 2013
হযরত সালেহ (আঃ) ও আল্লাহর উষ্ট্রী
হযরত সালেহ (আঃ) সামুদ জাতির জন্য পয়গম্বর নিয়োজিত হয়েছিলেন। তাঁর জাতি মদীনা ও সিরিয়ার মধ্যবর্তী স্থানে বসবাস করতো। হুদ (আঃ) এর উম্মত আ’দ জাতি যখন আল্লাহ তা’য়ালার গজবে পড়ে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল, তখন হুদ (আঃ) এবং তাঁর অনুসারী মোমেনগন আল্লাহর অশেষ রহমতে রক্ষা পেয়েছিলেন। তারাই পরবর্তীকালে সামুদ জাতি হিসেবে পরিচিত হয়েছেন।
সামুদ জাতি পার্থিব সভ্যতায় বেশ উন্নত ও প্রগতিশীল ছিল। তারা ‘ওয়াদিল কুরা’ নামক এলাকায় পাহাড়-পর্বতের ভিতরে, উপরে ও সমতলভূমিতে সুরম্য প্রসাদ নির্মান করতো। কালের বিবর্তনে যখন সামুদ জাতি এক আল্লাহর এবাদত বন্দেগী ত্যাগ করে পৌত্তলিকতায় এবং মূর্তি পূজায় লিপ্ত হলো, তখন সালেহ (আঃ) তাদের মাঝেই জন্ম গ্রহন করলেন এবং তাদের জন্য নবীরূপে মনোনীত হলেন।
হযরত হুদ (আঃ) ও ‘জন শুন্য ভূখন্ড’
আদ নামে হযরত নূহ (আঃ) এর এক পৌত্রের পুত্র ছিল। তাঁর বংশধররাই আদ জাতি নামে পরিচিত। হযরত হুদ (আঃ) সেই আ’দ জাতির প্রতি নবীরূপে প্রেরিত হয়েছিলেন।
নূহ (আঃ) এর সময়ে তুফানে সব কাফের মোশরেক ধ্বংস হয়ে যাবার পর, দুনিয়া পূনরায় নতুনভাবে ঈমানদার ব্যক্তিদের নিয়ে আবাদ হয়েছিল। তারপর এই আ’দ জাতিই প্রথম কুফরী ও শিরেকীতে লিপ্ত হয়। তারা মূর্তি পূজা ও দেব-দেবীর উপাসনা করতো। হুদ (আঃ)কে তাই আল্লাহ তা’য়ালা তাদের হেদায়েতের জন্য পাঠান।
Wednesday, 28 August 2013
হযরত লুত (আঃ) ও মরু সাগর
নবী হযরত লুত (আঃ) এর পিতার নাম ছির হারান। লূত (আঃ) ছিলেন ইব্রাহীম (আঃ) এর ভাইয়ের ছেলে। ভাতিজা লূত (আঃ) ছোটবেলা থেকেই ইব্রাহীম (আঃ) এর সাহচর্যে বড় হন। এবং ইব্রাহীম (আঃ) এর আহবানে সাড়া দিয়ে সঠিক ধর্ম গ্রহন করেন ও সেই সত্য ধর্ম প্রচার করার জন্য মাতৃভূমি ইরাক ত্যাগ করে হিজরত করে মিশরে চলে আসেন। তিনি ইব্রাহীম (আঃ) এর যুগেই নবুয়ত প্রাপ্ত হন।
শিশু ইসমাঈল (আঃ) ও যমযম কূপ
ইসমাঈল (আঃ) এর পিতা হযরত ইব্রাহীম (আঃ) ও মাতা হাজেরা (রাঃ)। জন্মের কিছুদিন পর আল্লাহর আদেশে হযরত ইব্রাহীম (আঃ), বিবি হাজেরা (রাঃ) ও শিশু পুত্র ইসমাঈল (আঃ) কে মক্কা নগরীর বাক্কা নামক স্থানে রেখে এলেন। বিবি হাজেরা (রাঃ) শিশু ইসমাঈল (আঃ) কে নিয়ে একটি গাছের নীচে আশ্রয় গ্রহন করলেন। তখন সেই এলাকায় কোন মানুষ ছিল না। পানিরও কোন ব্যবস্থা ছিল না। তাঁদের সাথে ছিল একটি থলিতে কিছু খুরমা খেজুর আর একটি মোশকে কিছু পানি।
বিবি হাজেরা (রাঃ) এই জন-মানবহীন মরুভূমিতে শিশু ইসমাঈলকে নিয়ে থাকতে প্রথমে ভয় পাচ্ছিলেন কিন্তু যখন শুনলেন আল্লাহর ইচ্ছা, তাঁদেরকে এভাবে থাকতে হবে। তখন আল্লাহর ইচ্ছা ও আশ্রয়ে বিবি হাজেরা (রাঃ) সন্তুষ্ট হলেন। আল্লাহর আশ্রয়ের উপর কোন আশ্রয়ই হতে পারে না। অতএব, শুকর আলহামদুলিল্লাহ।
Monday, 26 August 2013
যুলকার নাইন, এস্কান্দার ও সেকান্দরের প্রাচীর
যুলকার নাইন একজন খোদাভক্ত ও ন্যায়পরায়ন বাদশাহ ছিলেন। তাঁর প্রতি আল্লাহ তা’য়ালার বিশেষ বানীও এসেছিল বলে পবিত্র কোরআনে উল্লেখ আছে। নবী করীম (সাঃ) এর যুগের প্রায় আড়াই বৎসর পূর্বে ইব্রাহীম (আঃ) এর সময় এস্কান্দার নামে এই বাদশাহ ছিলেন। পবিত্র কোরআনে বর্নিত গুনাবলী অনুযায়ী সেই এস্কান্দর নামক বাদশাহ ও যুলকার নাইন বাদশাহ একই ব্যক্তি।
Saturday, 24 August 2013
আল্লাহ্ কতৃক মৃতকে জীবন দান
মহান আল্লাহ তা’য়ালার অপার শক্তি। তিনি জীবন দান করেন। মৃত্যু ঘটান। আবার মৃতকে পূনরায় জীবিত করতে পারেন। একদা হযরত ইব্রাহীম (আঃ) আবদার করলেন, হে আল্লাহ আপনি কিভাবে মৃতকে জীবিত করেন, দেখার খুব ইচ্ছে আমার। আল্লাহ তা’য়ালা বললেন, আচ্ছা, তবে চারটি পাখী সংগ্রহ করুন এবং পেলে পুষে এদের সাথে ভালোভাবে পরিচিত হন। অতপর: এই পাখীগুলোকে জবাই করে টুকরো করে এক একটার এক এক অংশ এক এক পাহাড়ে রেখে আসুন। তারপর ঐ পাখীগুলোকে ডাকুন, দেখবেন আপনার চোখের সামনে প্রত্যেকটি পাখীর বিভিন্ন অংশ একত্রিত হয়ে পুনরায় জীবন লাভ করে আপনার কাছে দৌড়ে আসবে। আল্লাহ্ সর্বশক্তিমান, সুকৌশলী, আল্লাহ সবই পারেন- মনে সর্বদাই এই বিশ্বাস রাখতে হবে।
হযরত নূহ (আঃ) এর আশ্চর্য নৌকা
পৃথিবীতে হযরত আদম (আঃ) এর পর তাঁর পুত্র শীষ (আঃ) নবুয়ত প্রাপ্ত হন। তারপর আসেন ইদ্রীছ (আঃ)। অনেকের মতে নূহ (আঃ) ছিলেন ইদ্রীছ (আঃ) এর পৌত্র। হযরত নূহ (আঃ) চল্লিশ বৎসর বয়সে নবুয়ত লাভ করেন। তিনি দীর্ঘ ৯৫০ (নয়শত পঞ্চাশ) বৎসর পর্যন্ত চেষ্টা ও পরিশ্রম করে তাঁর ১৬০ (এক শত ষাট) জন উম্মতকে আল্লাহর পথে আনতে পেরেছিলেন। এর মধ্যে ৮০ (আশি) জন ছিলেন পুরুষ ও ৮০ (আশি) জন মহিলা। আর কেউ ঈমান আনলো না। একসময় আল্লাহ নিজেই নূহ (আঃ) কে অহী মারফত জানিয়ে দিলেন যে, তাঁর আর অন্য কোন উম্মতই ঈমান আনবে না।
Friday, 23 August 2013
Tuesday, 20 August 2013
সূক্ষ ভাবে প্রতারিত হচ্ছেন সাধারন ক্রেতারা . মিষ্টির দাম =কাগজের প্যাকেটের দাম
সন্মানিত পাঠকগন, একটু লক্ষ্য করুন, মিষ্টির দোকানে কাগজের যে প্যাকেটে করে মিষ্টি বিক্রি করে সেই প্যাকেটের দামও মিষ্টির দামের সমান। অর্থাৎ,
মিষ্টির দাম =কাগজের প্যাকেটের দাম।
যখন মিষ্টির দাম ১৮০টাকা কেজি, তখন কাগজের প্যাকেটের কেজিও ১৮০ টাকা।
যখন মিষ্টির দাম ২২০ টাকা কেজি, তখন কাগজের প্যাকেটের কেজিও ২২০ টাকা।
যখন মিষ্টির দাম ৩২০ টাকা কেজি, তখন কাগজের প্যাকেটের কেজিও ৩২০ টাকা।
যখন মিষ্টির দাম ৪০০ টাকা কেজি, তখন কাগজের প্যাকেটের কেজিও ৪০০টাকা।
যখন মিষ্টির দাম ৫০০ টাকা কেজি, তখন কাগজের প্যাকেটের কেজিও ৫০০ টাকা।
লুৎফর রহমান সরকার ঃ একজন আদর্শ শিক্ষাগুরু
ছাত্র-শিক্ষক সম্পর্ক কেমন হওয়া উচিৎ সে সম্পর্কে আমরা কম-বেশী সবাই জানি। একজন আদর্শ শিক্ষকের যে গুণাবলীর কথা বলা হয়ে থাকে তা আজকাল আর তেমন চোখে পড়ে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগে পড়ার সময় মাস্টার্সে উঠে জানতে পারলাম জনাব লুৎফর রহমান সরকার, যিনি প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত, তিনি আমাদের ক্লাস নিবেন। ক্লাস ক্যাপ্টেন হিসেবে আমার উপর বাড়তি দায়িত্ব ছিল শিক্ষকদের কলা ভবনের সামনে থেকে নির্ধারিত ক্লাস পর্যন্ত নিয়ে আাসা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগে পড়ার সময় মাস্টার্সে উঠে জানতে পারলাম জনাব লুৎফর রহমান সরকার, যিনি প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত, তিনি আমাদের ক্লাস নিবেন। ক্লাস ক্যাপ্টেন হিসেবে আমার উপর বাড়তি দায়িত্ব ছিল শিক্ষকদের কলা ভবনের সামনে থেকে নির্ধারিত ক্লাস পর্যন্ত নিয়ে আাসা।
Sunday, 28 July 2013
’মানবাধিকার এবং শরনার্থী’ শীর্ষক দুটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ELCOP
Prof.Dr.Shah Alam, Chairman of LC Bangladesh conducting the training |
Saturday, 1 June 2013
Stories of Happiness in Islam
Now surely the friends of Allah, they shall have no
fear nor shall they grieve. Those who believe and guarded (against evil): They
shall have good news in this world's life and in the hereafter; there is no
changing the words of Allah; that is the mighty achievement. Noble Qur'an
(10:62-64)
Happiness is a feeling that resides in the heart. It
is characterized by peace of mind, tranquility, a sense of well-being, and a
relaxed disposition. It comes as a result of proper behavior, both inward and
outward, and is inspired by strong faith.
Wednesday, 29 May 2013
Protect yourself from anger
Those who spend (freely) whether in prosperity or in
adversity; who restrain their anger and pardon men; And Allah loves those who
do good. (Noble Qur'an, 3:134)
Anger is a mental condition that provokes the
excitement of man in words and deeds. Because of the dangers and sins such like
mocking, gibe, obscenity, beating, killing, and the like evildoings - that are
resulted from anger, it has been considered as the door to every evil.
Tuesday, 28 May 2013
গাজীপুরের চন্দ্রার সোহাগ পল্লীতে ---ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ফ্যামিলি ডে
আনন্দপূর্ণ পরিবেশে গাজীপুরের চন্দ্রার সোহাগ পল্লীতে ঢাকা সাব-এডিটরস
কাউন্সিলের ফ্যামিলি ডে ‘টেলিটক থ্রিজি ডিএসইসি ফ্যামিলি ডে-১৩’ উদযাপন করা
হয়েছে। আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার সমন্বয়ে আয়োজিত এ
মিলনমেলায় ডিএসইসির সদস্য ও তাদের পরিবারের সদ্যরা অংশগ্রহণ করেন।
খেলাধূলা, সঙ্গীত, কোরিওগ্রাফ ও র্যাফেল ড্রসহ নানা আয়োজন ছিল অংশগ্রহণকারীদের জন্য।
খেলাধূলা, সঙ্গীত, কোরিওগ্রাফ ও র্যাফেল ড্রসহ নানা আয়োজন ছিল অংশগ্রহণকারীদের জন্য।
Monday, 27 May 2013
Companion of Prophet Musa (peace be upon him) in Paradise
Story about mother- Muslim Mothers Prayer:
Companion of Prophet Musa (peace be upon him)
in Paradise
Once, while conversing with Almighty Allah (SWT),
Prophet Musa / Moses (pbuh) requested: "O' Lord! I desire to meet the
person, who is to be my companion in Paradise."
Jibril (Gabriel) descended and informed Prophet Musa /
Moses (pbuh) that his companion was to be a butcher who lived in a certain
place. Prophet Musa / Moses (pbuh) set out in search of him and arrived at his
shop, when he noticed a youth, resembling a night watchman, busy selling meat.
Stories of Hijab
You are
Precious than Diamonds and Pearls
"If memory
serves me correctly, I was wearing a little white tank top and a short black
skirt. I had been raised Orthodox Muslim, so I had never before worn such
revealing clothing while in my father's presence. When we finally arrived, the
chauffer escorted my younger sister, Laila, and me up to my father's suite.
As usual, he was
hiding behind the door waiting to scare us. We exchanged many hugs and kisses
as we could possibly give in one day. My father took a good look at us. Then he
sat me down on his lap and said something that I will never forget.
Sunday, 26 May 2013
Favourite Stories: Messenger of Allah (peace be upon him) and Alqamah’s Mother
At the time of the Messenger of Allah (peace be upon
him), there was a young man named Alqamah. He was very diligent in obeying
Allah by engaging in prayer and fasting and spending in charity. Then he fell
ill and his illness became serious. His wife went to the Messenger of Allah (peace
be upon him) and said, "My husband, Alqamah, is on his deathbed. I
therefore came to tell you, Messenger of Allah (peace be upon him), about his
condition."
Monday, 20 May 2013
Business Scenario---of, First Security Islami Bank , Options for Homes , Pragati Insurance, Rakeen Development Co (BD).
Options for Homes managing director Ashraf Ali and Urban Properties Development Co executive director Ismail Khan exchanging documents after signing an agreement in the city recently. |
Pragati Insurance chairman Abdul Awal Mintoo is seen at the 27th annual general meeting
of the company at Jamuna Resort recently. Managing director Md Manirul Islam
was also present in the meeting.
|
Sunday, 19 May 2013
Tuesday, 9 April 2013
তেঁতুলকে আর না নয়...
তেঁতুলকে আর না নয়...
তেঁতুলের নাম শুনলেই জিভে জল আসে না এমন মানুষ
খুঁজে পাওয়া যাবে না। টক তেঁতুল মুখে দিলে আমাদের যে ভিন্ন এক অনুভূতি হয় তা নিশ্চয়ই বলতে হবে না।
আমাদের অনেকেরই ধারণা তেঁতুল খেলে রক্ততেঁতুলের নাম শুনলেই জিভে জল আসে না এমন মানুষ
খুঁজে পাওয়া যাবে না। টক তেঁতুল মুখে দিলে আমাদের যে ভিন্ন এক অনুভূতি হয় তা নিশ্চয়ই বলতে হবে না।
পানি হয়ে যায়। কিন্তু বাস্তবতা হচ্ছে তেঁতুল
কোনোভাবেই আমাদের শরীরের জন্য ক্ষতিকর নয়। বরং হৃদরোগসহ বিভিন্ন রোগে খুব উপকারী।
তেঁতুল বসন্ত-কালের ফল হলেও বছরের সব সময়ই পাওয়া যায়। তেঁতুলে রয়েছে প্রচুর ভেষজ ও পুষ্টিগুণ: তেঁতুল দেহে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগীদের জন্য খুব উপকারী রক্তের কোলেস্টেরল কমায় শরীরের মেদ কমাতেও কাজ করে তেঁতুল পেটে গ্যাস, হজম সমস্যা, হাত-পা জ্বালায় তেঁতুলের শরবত খুব উপকারী খিদে বাড়ায় গর্ভাবস্থায় বমি বমি বমি ভাব দূর করে মুখের লালা তৈরি হয় তেঁতুল পাতার ভেষজ চা ম্যালেরিয়া জ্বর কমানোর জন্য ব্যবহৃত হয় শিশুদের পেটের কৃমিনাশক তেঁতুল ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে পাইলস্ চিকিত্সার জন্য ব্যবহার করা হয় মুখে ঘাঁ ও ত্বকের প্রদাহ সারাতে সাহায্য করে তেঁতুল রক্ত পরিস্কার করে বাত বা জয়েন্টগুলোতে ব্যথা কমায় ভিটামিন সি-এর বড় উৎস পুরনো তেঁতুল খেলে কাশি সারে পাকা তেঁতুলে খনিজ পদার্থ অন্য যে কোনো ফলের চেয়ে অনেক বেশি খাদ্যশক্তিও রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের পরিমাণ সব ফলের চেয়ে ৫ থেকে ১৭ গুণ বেশি আর আয়রনের পরিমাণ নারকেল ছাড়া সব ফলের চেয়ে ৫ থেকে ২০ গুণ বেশি।
প্রতি ১০০ গ্রাম পাকা তেঁতুলের পুষ্টিমান: ক্যালরি ২৩৯, আমিষ বা প্রোটিন – ২.৮, শর্করা – ৬২.৫ গ্রাম, ফাইবার – ৫.১ গ্রাম, চর্বি – ০.৬ গ্রাম, ফসফরাস
- ১১৩ মিলিগ্রাম, লৌহ – ২.৮২ মিলিগ্রাম, ক্যালসিয়াম - ৭৪ মিলিগ্রাম, ভিটামিন সি - ২ মিলিগ্রাম, মিনারেল
বা খনিজ পদার্থ ২.৯ গ্রাম, ভিটামিন বি – ০.৩৪ মিলিগ্রাম, পটাসিয়াম - ৬২৮ মি:লি, ভিটামিন ই – ০.১ মিলিগ্রাম,
ক্যারোটিন ৬০ মাইক্রোগ্রাম, সেলেনিয়াম – ১.৩ মিলিগ্রাম, সোডিয়াম - ২৮ মিলিগ্রাম, দস্তা – ০.১২ মিলিগ্রাম,
ম্যাগনেসিয়াম - ৯২ মিলিগ্রাম, এবং তামা – ০,৮৬ মিলিগ্রাম।
Touchstone statue recovered in Ishwardi
finance & banking
Desk report: Ishwardi railway police recovered a touchstone
statue, weighting 26kg worth about Tk 10 crore, from a train at Ishwardi
railway station on Wednesday, police said.
The police conducted a drive in the Dhaka-bound
Sundarban Express train and recovered the statue at around 7:30pm.
A case was filed with the Ishwardi GRP.
None was arrested in this connection.
Wednesday, 27 March 2013
Saturday, 23 March 2013
Enayet elected president, Shahjahan seceraty of DSEC
President, Secretary
|
Other elected office bearers of the association are Vice-President Noman Salman (Destiny), Joint Secretary Tanjimul Nayon( Kaler Kontho), Treasurer Jobaer Ahmed Nabin( Manob Kontha), Organising Secretary Sanjida Sultana, Publicity Secretary Khandaker Najneen Sultana( The new Age), Office Secretary ATM Atikur Rahman, Sports and Cultural Secretary Ekramul Islam Biplob and Training and Research Secretary Masud Rumi.
Thursday, 7 March 2013
২. এইডস প্রতিরোধে ইসলামের ভূমিকা
লেখক ঃ খন্দকার নাজনীন সুলতানা
২. এইডস প্রতিরোধে ইসলামের ভূমিকাবর্তমান বিশ্বের অন্যতম নিরাময়হীন রোগ হচ্ছে এইডস । এটি এইচ,আই,ভি নামক ভাইরাস বাহিত একটি প্রাণঘাতী রোগ। এই ভাইরাস মানব দেহে প্রবেশ করলে ঐ ব্যক্তির রোগ প্রতিরোধকারী কোষসমূহকে ধীরে ধীরে ধংস করে ফেলে এবং নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যায়। ভাইরাসটি মানব দেহে ঢোকার পর রোগের লক্ষণ প্রকাশ পেতে ক্ষেত্র বিশেষে ৮, ১০ কিংবা ২০ বছরও সময় লেগে যেতে পারে। মানব সভ্যতার জন্য এইডস মারাত্মক হুমকিস্বরূপ।
১. রোজা ও স্বল্প আহারেই দেহ-মন সুস্থ/ রোজা দেহ ও মনের সুস্থতার নিয়ামক
লেখক ঃ খন্দকার নাজনীন সুলতানা
১. রোজা ও স্বল্প আহারেই দেহ-মন সুস্থ/ রোজা দেহ ও মনের সুস্থতার নিয়ামক
হুযুরে পাক (সাঃ) বলেচেন, ‘অল্প হাস্য এবং অল্প আহার করে হৃদয়কে সজীব কর এবং ক্ষুধা দ্বারা তাকে পবিত্র কর। যে ব্যক্তি উদরকে ক্ষুধিত রাখে, তার চিন্তাশক্তি বৃদ্ধি হয় এবং হৃদয় প্রখর ও সতেজ হয়।’
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, হুযুরে পাক (সাঃ) বলেছেন, “যে ব্যক্তি পরিতৃপ্ত আহার করে এবং নিদ্রা যায়, তার হৃদয় কঠিন হয়। প্রত্যেক বস্তুরই যাকাত আছে। শরীরের যাকাত হলো ক্ষুধা।”
হুযুরে পাক (সাঃ) আরো এরশাদ করেছেন, “ক্ষুধা এবং তৃষ্ণা দ্বারা তোমরা তোমাদের প্রবৃত্তির সাথে লড়াই কর। কেননা তার মধ্যে পূন্য রয়েছে।”
Monday, 4 March 2013
৩. সংসার সাজাতে স্বামী ও স্ত্রীর ভূমিকা- ইসলামের আলোকে
বইয়ের নামঃ ফী ত্বলাবুল জান্নাত (জান্নাতের খোঁজে)
লেখক ঃ খন্দকার নাজনীন সুলতানা
৩. সংসার সাজাতে স্বামী ও স্ত্রীর ভূমিকা- ইসলামের আলোকে
বিয়ের মাধ্যমেই একটি ছেলে ও মেয়ের সাংসারিক বন্ধনের সূত্রপাত। বিয়ের ক্ষেত্রে ছেলেরা মেয়েদের হরেক রকম গুনের খোঁজ করে। ভাবে রুপে ক্লিওপেট্রা, গুনে লক্ষ্মী, বিদ্যার স্বরস্বতী- এমন কনে যদি পাই, তবেই বিয়ে করি। তাকি আর সম্ভব?
তাই বিবাহের পূর্বে কণে নির্বাচনের সময় পাত্রকে ধরে নিতে হবে যে, কণের সর্বগুণ এক সাথে পাওয়া সম্ভব নয়। পৃথিবীর এক এক মেয়ে এক এক গুনে গুনান্বিতা, পাত্রীর কোন গুনটিকে পাত্র অগ্রাধিকার দেবেন, সে দ্বায়িত্ব তার নিজের।
লেখক ঃ খন্দকার নাজনীন সুলতানা
৩. সংসার সাজাতে স্বামী ও স্ত্রীর ভূমিকা- ইসলামের আলোকে
বিয়ের মাধ্যমেই একটি ছেলে ও মেয়ের সাংসারিক বন্ধনের সূত্রপাত। বিয়ের ক্ষেত্রে ছেলেরা মেয়েদের হরেক রকম গুনের খোঁজ করে। ভাবে রুপে ক্লিওপেট্রা, গুনে লক্ষ্মী, বিদ্যার স্বরস্বতী- এমন কনে যদি পাই, তবেই বিয়ে করি। তাকি আর সম্ভব?
তাই বিবাহের পূর্বে কণে নির্বাচনের সময় পাত্রকে ধরে নিতে হবে যে, কণের সর্বগুণ এক সাথে পাওয়া সম্ভব নয়। পৃথিবীর এক এক মেয়ে এক এক গুনে গুনান্বিতা, পাত্রীর কোন গুনটিকে পাত্র অগ্রাধিকার দেবেন, সে দ্বায়িত্ব তার নিজের।
Thursday, 28 February 2013
Muggers kill one, snatch Tk 1.5 lakh in city
Muggers killed a trader and snatched away about Tk 1.5
lakh near Barabazar at South Kutubkhali of
Jatrabari in the capital on Sunday afternoon.
Subscribe to:
Posts (Atom)