Wednesday, 18 September 2013

সাংবাদিক আবুল মনসুরের মৃত্যুতে ডিএসইসির শোক




ইংরেজি দৈনিক ‘নিউ এজ’ এর জ্যেষ্ঠ সহ-সম্পাদক ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্য সাংবাদিক আবুল মনসুরের মৃত্যুতে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি এনায়েত ফেরদৌস ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিঞা গভীর শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

  গত মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক আবুল মনসুর রাজধানীর একটি ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি....রাজেউন)। সাংবাদিক আবুল মনসুরকে তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনীজনিত সমস্যায় ভুগছিলেন। তিনি স্ত্রী ও একমাত্র কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ডিএসইসি নতুন কমিটির অভিষেক ও মেধাবী সন্তানদের বৃত্তিপ্রদান


   

Nazneen Payel, Publication Secretary of Dhaka Sub-Editors Council takes crest and certificate from Information minister Hasanul Haque Inu at an award giving ceremony of DSEC at the auditorium of the National Press Club recently.
ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও সংগঠন সদস্যদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান         অনুষ্ঠান ১৭ সেপ্টেম্বর, মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়নে অনুষ্ঠিত হয়।    
      অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন আসাদুজ্জামান খান এমপি, কে কে গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাহারুন জামান, আরবি গ্রুপের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবির। 

      অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসইসি প্রেসিডেন্ট এনায়েত ফেরদৌস।  এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএসইসি সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিঞা, সাবেক সভাপতি কায়কোবাদ মিলন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক তানজিমুল নয়ন, কোষাধ্যক্ষ যোবায়ের আহমেদ নবীন, সাংগঠনিক সম্পাদক সানজিদা সুলতানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার নাজনীন সুলতানা, দফতর সম্পাদক এটিএম আতিকুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক একরামুল হক বিপ্লব, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মাসুদ রুমী, কার্যনির্বাহী সদস্য ইদ্রিস মাদ্রাজী, এনামুল হক, এমএ মান্নান মিয়া, নিগার সুলতানা তানিয়া, নজরুল ইসলাম বশির, শাহ মতিন টিপু, মো. অমিতাভ রহমান, শায়খুল হাসান মুকুল।